রহমত নিউজ 14 May, 2025 09:48 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্যর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাম্যর মর্মান্তিক মৃত্যুতে ছাত্র আন্দোলন পরিবার গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।
বুধবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং জড়িত সকল দুর্বৃত্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
বিবৃতিতে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে এখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলে। সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীক মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং উদ্যানকে ছাত্রদের জন্য একটি নিরাপদ স্থানে পরিণত করতে হবে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদার করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্র এমন নৃশংস হত্যার শিকার না হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন এই শোকাবহ মুহূর্তে সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। ছাত্র নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সমাজকে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং ক্যাম্পাসে একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।